"আমি উদ্যোক্তা" , আমি মাকসুদা খাতুন "শাবাব লেদার " এর পাট'নার তিন বছর আগেও আমার এই পরিচয় ছিলোনা,তখন ছিলাম সাধারণ একজন মেয়ে। স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি সাড়ে ৬ বছর, আর এখন আমার প্রতিষ্ঠানেই কাজ করছে প্রায় ৬৫ জনের ও বেশি শ্রমিক ।এত সব এমনি এমনি হয়নি এসবের পিছনে রয়েছে স্বপ্ন আর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কঠোর পরিশ্রম ।আমি যদিওবা স্ত্রী ও শিক্ষিকা পরিচয়ে যথেস্ট সুখীই ছিলাম এরপরেও চাইছিলাম এমন কিছু করি যা আমার সফল করার পাশাপাশি আনেকের কম'সংস্তান এর ক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখবে ।আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এমন ও দিন কেটেছে যে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা ও কাজ করেছি আর এই রুটিন অনুযায়ি এখন ও চলতে হয়। চিন্তা ছিল একটাই ,লক্ষ্যে পৌঁছানো !আর ভাবতাম যদি লক্ষ্যকে ঠিক রেখে পরিশ্রম করি তাহলে সফলতা আসবেই ইনশাআল্লাহ! আর তাই সফলতা আসতে খুব বেশি দিন সময়ও নেয়নি ।ছিলাম একজন সাধারণ মেয়ে এরপর সময় এর ব্যবধান এ শাবাব লেদার নামক একটি লেদার ফ্যাক্টরি, শাবাব লেদার নামক একটি শোরুম এর পাট'নার ।ভাবতেই ভালোলাগে যে এখন আমার প্রতিষ্ঠানে কাজ করে অনেক গুলো সংসার খুব সুন্দর ভাবে চলে ।আমি মনেকরি সফল হতে গেলে প্রথমেই দরকার সততা আর এরপর সঠিক লক্ষ্য এবং তা বাস্তবায়নের জন্যে কঠোর পরিশ্রম । ইচ্ছে, আন্তরিকতা,পরিশ্রম ও সততাই আজ আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিয়েছে ।